প্রিয় নবীর জবানে ফিলিস্তিন

লেখক : জিহাদ জামিল আল আয়িশ আল আমালাহ

প্রকাশনী : দীপাধার প্রকাশন

বিষয় : হাদিস বিষয়ক আলোচনা

পৃষ্ঠা : 48, কভার : 

এটি সংক্ষিপ্ত একটি কিতাব, যার মাধ্যমে আমরা মানুষের হৃদয়ে পবিত্র ভূমি “ফিলিস্তিন” এর গুরুত্বকে পুনরুজ্জীবিত করতে চেয়েছি। বরকতপূর্ণ ভূমির প্রতি আনুগত্য এবং তার গুণাবলী সম্পর্কে যা বর্ণিত তা নিশ্চিত করতে চেয়েছি। সেখোনে অবস্থিত মসজিদের ফজিলত এবং যারা সেখানে শেষ পর্যন্ত অবস্থান করবে তাদের অবস্থা প্রকাশ করেছি। সেখানে যে ঘটনাগুলো ঘটবে এ বিষয়ে সহিহ হাদিসের আলোকে পুনরাবৃত্তি ছাড়াই প্রকাশ কারতে চেয়েছি। নির্বাচিত (ফিলিস্তিনি চল্লিশ হাদিস) একটি নববি রজ্জু, যা আসমানী বার্তার মাধ্যমে শুরু এবং শেষ যুগে পবিত্র ভূমির (ফিলিস্তিনের) বন্ধন কে নিশ্চিত ভাবে প্রমান করে। যা হাদিসের একটি অংশ এবং জ্ঞানের একটি অধ্যায়।